‘ক্যাপ্টেন কার্ক’ এবার মহাকাশে যাচ্ছেন ৯০ বছর বয়সে

| শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

হলিউডের আলোড়ন ফেলে দেওয়া কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র ‘স্টার ট্রেক: দ্য অরিজিনাল সিরিজ’ এর হইচই ফেলে দেওয়া অভিনেতা উইলিয়াম শাটনার এবার সত্যি সত্যিই যাচ্ছেন মহাকাশে। আগামী মঙ্গলবার, ৯০ বছর বয়সে। তিনিই হবেন প্রবীণতম মহাকাশচারী। খবর আনন্দবাজারের।
স্টার ট্রেক চলচ্চিত্রের প্রিমিয়ার শো হয়েছিল ৫৫ বছর আগে। শাটনার তখন মধ্য তিরিশে। চলচ্চিত্রে যে চরিত্রে অভিনয়ের জন্য কানাডার এই অভিনেতার খ্যাতি ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে তার নাম ছিল ‘ক্যাপ্টেন জেমস টি কার্ক’।
আকাশ ও মহাকাশের সীমান্তে শাটনারকে পৃথিবীর কাছের কক্ষপথের কাছাকাছি পৌঁছে দেবে ধনকুবের জেফ বোজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’ এর মহাকাশযান ‘নিউ শেফার্ড’। শাটনারের সঙ্গী হবেন আরও তিন জন। ব্লু অরিজনের তরফে এই খবর দেওয়া হয়েছে বুধবার। জানানো হয়েছে, পশ্চিম টেক্সাসে ব্লু অরিজিনের নিজস্ব যে উৎক্ষেপণ কেন্দ্রগুলি রয়েছে তার প্রথমটি (সাইট ওয়ান) থেকেই শাটনার ও তাঁর আরও তিন সঙ্গীকে নিয়ে রওনা হবে নিউ শেফার্ড মহাকাশযান।

পূর্ববর্তী নিবন্ধআফগান মেয়েটির পোষা ময়নার ঠাঁই হল আবু ধাবিতে
পরবর্তী নিবন্ধনিহত কৃষকদের পরিবার ন্যায়বিচার চায় : প্রিয়াঙ্কা