আফগান মেয়েটির পোষা ময়নার ঠাঁই হল আবু ধাবিতে

| শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

তালেবান কাবুল দখলে নেওয়ার পর দেশ ছাড়া এক আফগান মেয়ে সংযুক্ত আরব আমিরাতের বিমান ঘাঁটিতে তার যে পোষা পাখিটিকে ছেড়ে গিয়েছিল, তার ঠাঁই হয়েছে আবু ধাবিতে ফ্রান্সের রাষ্ট্রদূতের বাসভবনে। খবর বিডিনিউজের।
আল ধাফরা বিমানঘাঁটি থেকে ফ্রান্সগামী ফ্লাইটে কর্তৃপক্ষ পাখিটিকে তুলতে দিচ্ছিল না, সে সময় এগিয়ে আসেন জেভিয়ে শেঁতেল, ফরাসী এ রাষ্ট্রদূত আশ্বাস দেন জুজি নামের ছোট ময়নাটিকে দেখে রাখার। এরপর থেকে জুজি তার সঙ্গেই থাকছে, কয়েকদিনের প্রশিক্ষণে সে এখন ফরাসী ভাষায় সম্বোধনও শিখে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। শেঁতেল প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো একদিন তিনি ঠিকই জুজিকে ওই আফগান মেয়েটির কাছে পৌঁছে দেবেন। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার আগের দিন ১৪ অগাস্ট থেকে ৩০ অগাস্ট শেষ মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার আগ পর্যন্ত ১৭ দিনে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। ঝুঁকিতে থাকা প্রায় দুই হাজার ৬০০ আফগানকে সরিয়ে নেওয়া হয় ফরাসী বিমানের ফ্লাইটে। ক্লান্ত, বিধ্বস্ত মেয়েটি আল ধাফরা বিমানঘাঁটিতে নেমেছিল, সঙ্গে ছিল অদ্ভুত একটি জিনিস, একটি পাখি। ছোট এ পাখিটিকে সঙ্গে নিয়ে আসতে কাবুল বিমানবন্দর থেকে পুরোটা পথ লড়তে হয়েছে তাকে। স্বাস্থ্যগত কারণে পাখিটির আর বিমানে ওঠা হয়নি। মেয়েটি নীরবে কাঁদছিল।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ মেয়াদে বিসিবি সভাপতি হলেন পাপন
পরবর্তী নিবন্ধ‘ক্যাপ্টেন কার্ক’ এবার মহাকাশে যাচ্ছেন ৯০ বছর বয়সে