কোরআন বিমুখতাই বিশ্ব শান্তির অন্তরায়

দরসুল কোরআন মাহফিলে ছৈয়দ বাহাদুর শাহ

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে কামেল আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, ইসলামের সংবিধিবদ্ধ রীতিনীতি, বিধিবিধান সম্বলিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন হচ্ছে তাবৎ বিশ্ববাসীর জন্য পথ নির্দেশক। যেটির মর্মবাণীর নিরবচ্ছিন্ন প্রচারের মাধ্যমে মহানবী (দ.) তৎকালীন সবচেয়ে বর্বর আরব জনগোষ্ঠীকে পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম সুশীল জাতিতে পরিণত করেছিলেন। পবিত্র কোরআনের মধ্যেই নিহিত রয়েছে সাম্য ও শান্তির ফল্গুধারা। কিন্তু এখন মানুষ কোরআন বিমুখ। কোরআন বিমুখতাই এখন বিশ্বশান্তির বড় অন্তরায়। গতকাল বুধবার বিকাল ৩টায় নগরের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশের (একেএমবি) উদ্যোগে আয়োজিত ১৯তম পবিত্র দরসুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান দরস পেশ করেন অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর। বিষয় ভিত্তিক দরস পেশ করেন ড. আব্দুল্লাহ আল মারুফ, পীরে তরিকত আল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতী, অধ্যক্ষ রফিক উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, আল্লামা এনামুল হক সিকদার, আল্লামা মোশাররফ হোসেন হেলালী, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা জিল্লুর রহমান কুতুবী, অধ্যক্ষ হাসান রেজা আলকাদেরী, আল্ল্লামা এরশাদুল্লাহ সোলায়মান। মাওলানা মহিউদ্দিন তাহেরীর সঞ্চালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক স ম হামেদ হোসাইন, সচিব অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী। অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর সূরা কাহাফের দরস দিতে গিয়ে বলেন, মানবজাতির ইহ ও পরকালীন শান্তি এবং মুক্তির একমাত্র গাইড পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআন। যেটির পঠন-পাঠনসহ সর্বক্ষেত্রে নিহিত রয়েছে কেবলই কল্যাণ। কোরআনের মর্মবাণীর মাহাত্ম-গুরুত্ব উপেক্ষিত হওয়ায় মুসলিম কমিউনিটিতে অনৈক্য-বিভক্তি ও বিভাজন বর্ধিঞ্চু। আহলে সুন্নাত ওয়াল জামাআতের মহাসচিব ড. আব্দুল্লাহ আল মারুফ শাহ বলেছেন, অপসংস্কৃতির করাল গ্রাসে আমাদের গোটা সমাজ ব্যবস্থাই ক্ষত-বিক্ষত। বেহায়াপনা, অশ্লীলতার সংস্কৃতির সাথে মিশে আমাদের সংস্কৃতি একাকার হয়ে গেছে। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এইচ এম মুজিবুল হক, আল্লামা আব্দুল হান্নান, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, আল্লামা সৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, স ম শহিদুল হক ফারুকী, আব্দুস সবুর খান, আল্লামা জাকের আহমদ সিদ্দিকী, এম ওয়াহেদ মুরাদ, নাছির উদ্দিন আনোয়ারী, মুফতি রফিকুল ইসলাম হেলালী, মুফতি হেলাল উদ্দীন আলকাদেরী, মুফতি নিজাম উদ্দীন নোমানী, জয়নাল আবেদীন জেহাদী, রফিকুল ইসলাম নেজামী, পীরজাদা এরশাদ উল্লাহ রজায়ী, সেলিম উদ্দীন আনোয়ারী, মনির হোসাইন, নাছির উদ্দীন আল বারী, আইয়ুব বদরী, হাসমত আলী তাহেরী, ওয়াহিদুল আলম নঙবন্দি, ছৈয়দ মমতাজ উদ্দিন হোসাইনী, মহিউদ্দিন নেছারী, ছালেহ আহমদ আনসারী, এবিএম আরাফাত মোল্লা, পীরজাদা গোলাম হায়দার হাসিব, বেলাল উদ্দীন, ইউনুস কাদেরী, মোহাম্মদ কাসেম উদ্দীন, মুহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তাহের সাঈদ, পীরজাদা সামশুদ্দিন হাবিবি, আজাদ রহমান, লায়ন মোহাম্মদ এমরান, মাসুদ করিম চৌধুরী, শাহাদত হোসেন রুবেল, গাজী আলাউদ্দীন, এস এম আবু সাদেক সিটু, কফিল উদ্দীন রানা, খ ম জামাল উদ্দীন, এম আহমদ রেজা প্রমুখ। পরে মিলাদ-কিয়াম শেষে দেশ ও জাতির উন্নয়ন-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোজায় সিএনজি স্টেশনে গ্যাস মিলবে না দিনে ৬ ঘণ্টা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করল প্রশাসন