কোনো কৃষিজমি অনাবাদি রাখা যাবে না

সার বিতরণ অনুষ্ঠানে ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

রাউজান কৃষিবিভাগ থেকে কৃষি পুনর্বাসনের আওতায় উপজেলার ৪৫০জন কৃষকের মাঝে ধানের বীজ ও সারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, এই উপজেলায় কোনো কৃষিজমি অনাবাদি রাখা যাবে না।

দেখতে চাই মাঠে মাঠে সোনালি ধান। চাষাবাদে প্রয়োজনে যত রকম সহযোগিতার প্রয়োজন আমি করব। গতকাল মঙ্গলবার রাউজান উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের প্রতি তিনি এই আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন) সঞ্জিব কুমার সুশীল প্রমুখ। কৃষি কর্মকর্তা জানান, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৫০জন কৃষকের মাঝে ২ হাজার ২৫০ কেজি উফসি বীজ, ৪ হাজার ৫০০ কেজি সার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঈদে বাইক আটকাতে গেলেই দুর্ঘটনার ঝুঁকি বাড়বে
পরবর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার সিগারেট জব্দ