কোটি টাকা ব্যয়ে পৌর এলাকায় তিন সড়ক সংস্কারে সম্মতি

পটিয়ায় চট্টগ্রাম এলজিইডির মতবিনিময়

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভায় এলজিইডির অন্তর্ভুক্ত কোটি টাকা ব্যয়ে ৩টি সড়ক সংস্কারে সম্মতি জানিয়েছেন চট্টগ্রাম এলজিইডি কর্তৃপক্ষ। চট্টগ্রাম এলজিইডির অন্তর্ভুক্ত সড়কগুলো হচ্ছে পৌরসভার ৬নং ওয়ার্ডের বৈলতলী সড়ক, ৯নং ওয়ার্ডের পটিয়া-কেলিশহর সড়ক (তালতলা চৌকি থেকে ফইল্যাতলী) পর্যন্ত ও ২নং ওয়ার্ডে অবস্থিত বিপন বিহারী সড়ক।
এর আগে গত ৫ সেপ্টেম্বর পৌরসভার পক্ষ থেকে এ তিনটি গুরুত্বপূর্ণ সড়কসহ এলজিইডির মালিকানাধীন সড়কগুলোর সংস্কার কাজ করার অনুরোধ জানিয়ে চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুজ্জামান কে চিঠি দেন মেয়র আইয়ুব বাবুল। এ চিঠির প্রেক্ষিতে গত বুধবার পটিয়া পৌর সভার সম্মেলন কক্ষে চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুজ্জামান ও পটিয়া উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত সহ পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুলের সাথে এক মতবিনিময় করেন। মতবিনিময়ে চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলেন, দেশের সড়ক সহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির আন্তরিকতায় পটিয়ায় ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। পৌরসভার পক্ষ থেকে যে সড়ক গুলো সংস্কার বা রিপিয়ারিং এর দাবি জানানো হয়েছে এসব সড়কগুলোর সংস্কার কাজ সহসায় শুরু করা হবে। এর জন্য পটিয়া উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে সড়কগুলো তদারকি ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এলজিইডির স্থানীয় কর্মকর্তাদের অফিসিয়ালি জানিয়ে দেয়া হয়েছে। মেয়র আইয়ুব বাবুল বলেন, পটিয়া পৌরসভায় এলজিইডির অন্তর্ভুক্ত অনেকগুলো সড়ক রয়েছে। তা খুবই জনগুরুত্বপূর্ণ। এসব সড়কগুলো বর্তমানে সংস্কারের অভাবে যানবাহন চলাচল ও মানুষের ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এর জন্য পৌর কর্তৃপক্ষও স্থানীয় জনগণের বিভিন্ন চাপের মুখে রয়েছে। এলজিইডির তত্ত্বাবধানে ও সহযোগিতায় এসব সড়কগুলোর সংস্কার কাজ করলে পৌরবাসী উপকৃত হবে। সাথে সাথে জনগণের দীর্ঘদিনের কষ্ট ও দুর্ভোগ লাঘব হবে। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, কয় হলা কৈ, সাহাব উদ্দীন, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর ইয়াসমিন আক্তার, নেজামুল হক, প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, প্রকৌশলী মো. শাহজাহান, আব্দুল হাকিম রানা, সাংবাদিক শফিউল আজম, গোলাম কাদের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে লায়ন্স ক্লাবের আয়োজনে ৮৩০ শিক্ষার্থীর দৃষ্টি শক্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধবন্যায় পাকিস্তানের ক্ষতি ৩০ বিলিয়ন ডলারের বেশি, সাহায্যের আবেদন