কৈয়গ্রাম সেতু-বঙ্গবন্ধু সড়কের সংযোগ কাজ শুরু হচ্ছে শীঘ্রই

পটিয়ায় সড়কের স্থান পরিদর্শনে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার শিকলবাহা খালের ওপর নির্মাণাধীন কৈয়গ্রাম সেতুর সাথে সংযুক্ত হচ্ছে আমজুর হাট উজিরপুর বঙ্গবন্ধু সড়ক। সেতুর সংযোগ সড়ক থেকে বঙ্গবন্ধু সড়কের জিরি ফকিরা মসজিদ প্রান্তে নতুন এ সড়ক নির্মাণের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। গতকাল শুক্রবার বিকেলে নতুন এ সড়ক নির্মাণের জায়গা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এ সময় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ সেতু ও সড়কের কাজ সম্পন্ন হলে বঙ্গবন্ধু টানেল হয়ে জিরি ইউনিয়নের কৈয়গ্রাম সেতু পার হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে দক্ষিণের কয়েকটি উপজেলা ও পর্যটন শহর কক্সবাজার যাওয়া যাবে খুব কম সময়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ছিল গ্রাম হবে শহর। যা বাস্তবায়নে পটিয়ায় গ্রাম পর্যায়ে যোগাযোগ খাতের আমূল পরিবর্তন সাধিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডির প্রকল্প পরিচালক আবুল মনজুর মো. সাদেক, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, পটিয়া উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, জিরি ইউনিয়ন আ.লীগ সভাপতি আজিমুল হক, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খাঁন টিপু, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাহাদুর, ছাত্রলীগ নেতা মো. শওকত, মো. ওয়াহিদ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন
পরবর্তী নিবন্ধনারীর ক্ষমতায়নে সরকার শতভাগ কাজ করছে