কেন যে কবিতা লিখি নিজেই জানি না
ভাবি কিছু জানি,
সৃষ্টিবীজ রেখে কেউ লিখিয়ে নেন তেমন মানি না
মনে হয় কিছু মানি।
এ’ জীবন কীভাবে কবিতা পেলো-বলতে ইচ্ছে করে
লেখায় ফোটে না যে ভাষা তার
কোনটা কবিতা হলো সতৃষ্ণ বুঝতে পারি না
চেয়ে দেখি আড়াল ইশারা বারবার।
একটা কবিতা হয়ে শেষে এসে দুয়ারে দাঁড়ায়
অক্ষর নির্মাল্য মহাবিশ্ব করে দান সেই কবিতায়।