কৃষক বাঁচবে যদি

মোহাম্মদ আলম শাহ্‌ | রবিবার , ৯ মে, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

কৃষক বাঁচবে যদি
বেঁচে রবে দেশ,
দেশ থেকে তাড়া হবে
খাদ্য প্রাপ্তি ক্লেশ।

ক্ষুধার অন্ন যোগায়
কৃষির ফসলে,
এমন কোথায় আছে
প্রাপ্তির আদলে।

কৃষিতেই রপ্ত থাকে
জীবনের স্থিতি,
অক্সিজেন পরিবেশ
অ-মলিন প্রাপ্তি।

অবিরল, অনাবিল
বাঁচার বাহন,
প্রাণান্ত অবলম্বন
কৃষিতে শোভন।

অনবদ্য পবিত্রিত
কৃষির ফসল,
খেতে বড় তৃপ্তিময়
দেহে পাই বল।

অটুট দৃষ্টিশক্তির
সবুজ দর্শন,
কৃষিতে নিয়ত থাকে
এই প্রয়োজন।

জীবনে জীবিকা পেতে
কৃষি উৎপাদন,
এই অনিন্দ্য সাতত্য
উত্তম গ্রহণ।

পূর্ববর্তী নিবন্ধমহামারির গ্রাস
পরবর্তী নিবন্ধমনের জলরঙা অন্ধকারে