কুয়াশায় ঢাকা ভোর

বাসুদেব খাস্তগীর | বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

দূর পথ ওই ঘন কুয়াশার চাদরে গিয়েছে ঢেকে

পথ ঘাট মাঠ নীরবে ঘুমায় সিক্ত শিশির মেখে।

সবুজ পাতায় শিশিরের ফোঁটা পাতা কাঁপে থর থর

এ যেন স্নেহের পরশ বুলানো রূপ ঝরা মনোহর।

খানিকটা পর রোদের ঝলক পলকে উঠবে হেসে

টুপ টুপ ঝরে পড়বে শিশির সবুজকে ভালোবেসে।

বাতাসের দোলে চিক চিক করা পাতায় বসবে মেলা

আঁধার হারাবে দুয়ারে দাঁড়াবে স্নিগ্ধ রোদের বেলা।

রৌদ্রের কাছে তুচ্ছ কুয়াশা থাকতে পারে না স্থির

প্রকৃতির সাথে কুয়াশার হয় ক্ষণিকের গড়া নীড়।

আবার আলোতে হাসবে প্রকৃতি মলিনতা হবে দূর

রোদ ঝলমল হেসেই আনবে মন ভরা ফুর ফুর।

নামুক কুয়াশা শিশিরে ভিজুক সবুজ সিক্ত ঘাস

একটু আঁধারে ঢাকতেই পারে প্রাণময় চারিপাশ।

কুয়াশায় ঘেরা প্রকৃতির থাক বিষণ্‌ন অনুভূতি

সকলেই চায় হাসি খুশি মন শেষ বিকেলের দ্যুতি।

পূর্ববর্তী নিবন্ধটাকে দিলো হানা
পরবর্তী নিবন্ধমাঘের শীতে