টাকে দিলো হানা

অনিন্দ্য আনিস | বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

আলিং পুরের ডালিম কাকার মন ভালো নেই মন;

আর যাবে না বেলতলাতে এই করেছে পণ

লোক সমাজের ভয়ে তিনি যায় না নদীর ঘাটে;

সবাই যখন কাজে ছুটে সে থাকে নিজ খাটে।

এমন করেই কাটছে কাকার বন্দিজীবন খানি;

কাকা নাকি টাক হয়েছে এমনটাই তোজানি!

টাকের খবর এক নিমিষে গেলো সবার কানে;

গ্রামে গ্রামে করছে প্রচার টুনি গানে গানে

একদিন কাকা আলগা চুলে হাঁটছে মুনের সুখে;

ঠিক তখনই কাকে এসে দিলো মাথা ঢুকে

পতিহত করার পরও কেউ শুনেনি মানা

একেক করে সব পাখিরা টাকে দিলো হানা।

পূর্ববর্তী নিবন্ধবাবার জন্য
পরবর্তী নিবন্ধকুয়াশায় ঢাকা ভোর