কুড়ালের কোপে যুবক নিহত

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় প্রতিপক্ষের কুড়ালের কোপে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম মোঃ তারেক (২৫)। এ সময় হেলাল উদ্দিন ও শহীদুল ইসলাম নামের আরো দুই যুবক গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের খোর্দ কেঁওচিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেক ছদাহা ইউনিয়নের আফঝল নগর মহুরী পাড়া এলাকার আবু ছিদ্দিকের পুত্র। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ মনির আহমদ নামের একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ছদাহা ইউনিয়নের মহুরী পাড়া এলাকার সিএনজি ট্যাঙি চালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং খোর্দ কেঁওচিয়া এলাকার জুয়েলের মধ্যে বিগত এক বছর আগে মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনাটি স্থানীয় ভাবে মীমাংসা করা হয়। কিন্তু জুয়েল সিএনজি চালক শাহাদতের উপর ক্ষিপ্ত ছিল। এদিকে, গতকাল দুপুরে সিএনজি ট্যাঙি চালক শাহাদাত ভাড়া নিয়ে খোর্দ কেঁওচিয়া এলাকায় যায়। তখন জুয়েল বাড়ির কাছে পেয়ে ট্যাঙি চালক শাহাদাতকে মারধর করে। পরে গতকাল রাতে শাহাদাতের এলাকার মোঃ তারেক, হেলাল ও শহীদসহ কয়েকজন জুয়েলকে মারধর করার জন্য খোর্দ কেঁওচিয়া এলাকায় যায়। এসময় জুয়েল, মনির ও মিনহাজসহ ৬-৭ জনের দল মিলে তারেক, হেলাল ও শহীদকে মারধর করে। খবর পেয়ে তাদের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্ত্বব্যরত ডাক্তার তারেককে মৃত ঘোষনা করেন এবং গুরুত্বর আহত অবস্থায় হেলাল ও শহীদকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মনির আহমদ নামের একজনকে গ্রেপ্তার করেছে।
সাতকানিয়া থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, পূর্বের একটি ঘটনাকে কেন্দ্র করে খোর্দ কেঁওচিয়া এলাকার জুয়েল মহুরী পাড়ার সিএনজি চালক শাহাদাতকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে শাহাদাতের এলাকার তারেক, হেলাল, শহীদসহ কয়েকজন যুবক রাতে জুয়েলকে মারধর করার জন্য খোর্দ কেঁওচিয়া এলাকায় যায়। তখল জুয়েল ও তার সহযোগীরা মিলে তারেক, হেলাল ও শহীদকে মারধর করে। এতে তারেক নিহত হয় এবং হেলাল ও শহীদ গুরুত্বর আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধজেনারেল হাসপাতালে চালু হল আরো ৮ আইসিইউ শয্যা
পরবর্তী নিবন্ধরিপোর্ট নেগেটিভ আসার একমাস পর টিকার দ্বিতীয় ডোজ