কুমিরা ঘাটে শুরু হয়েছে বিকল্প জেটি তৈরির কাজ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

 

 

কুমিরাসন্দ্বীপ নৌ রুটে জনদুর্ভোগ নিরসনে শুরু হয়েছে বিকল্প জেটি তৈরির কাজ। গতকাল বুধবার থেকে পুরোনো জেটির পাশে আরেকটি নতুন জেটি নির্মাণে সরঞ্জাম আনা হচ্ছে। দ্রুততম সময়ে নতুন জেটি তৈরি করার জন্য শ্রমিকরা কাজ করে যাচ্ছেন।

গত ১৩ মে সীতাকুণ্ডের কুমিরাগুপ্তছড়া নৌ পথের কুমিরা অংশের জেটির সিঁড়ি ভেঙ্গে সাগরে পড়ে যায়। জেটির পশ্চিম অংশের মোট ৩৬টি পিলালের নিচের মাটি সরে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঝুঁকিপুর্ণ জেটিতে যাত্রী চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। জেটি বন্ধ থাকায় কাদা মাড়িয়ে যাত্রীদের স্পিডবোটে বা ট্রলারে উঠে সন্দ্বীপ গুপ্তাছড়া ঘাটে যেতে হচ্ছে। বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, নতুন জেটির দৈর্ঘ্য হবে আনুমানিক ১০০ ফুট। প্রস্থ হবে ৬ ফুট। অত্যধিক জোয়ারের কারণে কাজ করতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবু তারা চেষ্টা করবেন ১০দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বলেন, আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ টাকা বাজেট ধরে নির্মাণ করা হচ্ছে এই জেটি।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের কয়্যার গান পরিবেশন
পরবর্তী নিবন্ধটিসিবির ট্রাকসেল বন্ধের ইঙ্গিত