কাশ বন পূর্বাচল

সামিমুন নাহার হুসনু | রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:১৭ পূর্বাহ্ণ

সবুজের ডালি হাতে আসে শরৎ /শরতের আগমনে সবুজে সবুজে ঢেকে যায় সব /সবুজ চাদরে আবৃত হয়ে পূর্ণতা পায় বালু নদীর মনলোভা পরিবেশ/ প্রকৃতির সাত রঙা রং / ফাঁকে ফাঁকে জালের মত মেলে দেয় তার শাখা-প্রশাখা/ কাশ বন পূর্বাচল মায়ালোকের সৃষ্টি করে / লেকের স্বচ্ছ গভীর জলরাশি /আমরা স্বপ্নের মতো হেঁটে যাই জীবনের একপ্রান্ত হতে অন্যপ্রান্তের দিকে ক্রমশ-ক্রমাগতভাবে অনন্তের দিকে চোখের রং তখন আবিড় ছড়ায় /মনের ভেতর লুকিয়ে থাকা কল্পনাগুলো যেনো বাস্তবে পাখা মেলে উড়তে থাকে /এমন কাশ বন দেখে মন প্রস্ফুটিত হয় / অবসন্নতা দূর হয়,সতেজতা বাড়ে /আমরা শান্ত হই সিক্ত হই /প্রকৃতির মনোরম রূপে আমরা বিমোহিত হই।

পূর্ববর্তী নিবন্ধকবি ও কবিতা
পরবর্তী নিবন্ধবেশি মজুরি তত্ত্বে অর্থনীতির নোবেল ২০২১