কবি ও কবিতা

মাহমুদা মৌ | রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:১৭ পূর্বাহ্ণ

আসলে সবার ভেতরেই কবিতা বসবাস করে কেউ প্রকাশ করে, কেউ করে না। কবিতায় কবি শুধু নিজের কথাই বলে না, সমগ্র দেশ, পুরো মানব জাতির কথা বলে! কাব্যিক ভাষায় ছন্দে বর্নে রঙে সাজিয়ে প্রকৃতি প্রেম বিরহের কথা বলে। পুরনো বিষয়গুলো নতুন আঙ্গিকে প্রকাশ করে! সমসাময়িক সময়ে ঘটে যাওয়া অন্যায়ের কথা নির্ভয়ে উচ্চারণ করে, শাসক শোষকের বিরুদ্ধে রুখে দাড়ায় দুর্বার কলম চালিয়ে! একজন কবির কবিতা লেখা কিন্তু পেশা নয়, এটা এক ধরনের নেশা! এ এক অন্য রকম নেশা! গভীর রাতে এই নেশা পেয়ে বসে, ঘুমন্ত কবিও হঠাৎ জেগে উঠে ভাবতে বসে, একাকী বারান্দায় বসে থাকে, আকাশ দেখে, মেঘ বৃষ্টির শব্দ শোনে! ভাবনার ডুবসাগরে ডুব দেয়! অনেক সময় সবার মধ্যে থেকেও একা হয়ে যায় কবি অর্থাৎ কোন ভাবনা তাকে তাড়া করে। তখন কবি মনে মনে বাক্য সাজায়, শব্দ খোঁজে, পাশে বসা মানুষটির গল্প তখন তার কান অব্দি পৌছায় না! কেবল- না বুঝেই বলে– হু হু (আমিও মাঝে মাঝে বলি আর কি) হাত নিসপিস করে– কাগজ কলম খোঁজে! ঘরে থেকেও কল্পনায় প্রকৃতি পাহাড় ঘুরে আসে! প্রেম সাগরে হাবুডুবু খায়! কখনো বিরহে পোড়ে। মিটিং মিছিলের হুক্কার কানে বাজে। উফ্‌ কাগজ কলম কোথায়! কবি মানে তোষামোদ প্রিয়তা নয় — কবি মানে –শব্দ খচিত বাক্যের মাধ্যমে অন্যায় অনিয়মকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া! একজন কবি মুক্তচিন্তা করে, সমাজের অসহায় মানুষের কথা বলে, মানুষকে ভালোবাসার কথা বলে নতুন নতুন উপমা চিত্রকল্প আর সার্থক শব্দ প্রয়োগ করে কবিতা সৃষ্টি করে এটাই একজন কবির নেশা! অপরদিকে কবিতা হচ্ছে এক ধরনের আনন্দ, আবেগ, বিশুদ্ধ ভালোবাসা। একজন কবি যখন নতুন কবিতা সৃষ্টি করে বার বার পড়ে আবার পড়ে তারপর তৃপ্তির ঢেকুর তোলে! এই যে তৃপ্তির ঢেকুর তোলে–এটাই একজন কবিকে আরেকটা কবিতা সৃষ্টি করার তাগিদ দেয়! লেখো তুমি আরো লেখো! বেশি বেশি পড়ো বেশি বেশি লেখো! ভালো মন্দ যাই হোক লিখো, লিখতে লিখতেই নিঃশ্চয়ই কোন একদিন শ্রেষ্ঠ একটা কবিতার সৃষ্টি হবে! সর্বোপরি কবিতা হচ্ছে মনের খোরাক! কবিরা কখনো অর্থের কথা ভাবে না সৃষ্টিতেই সুখ খোঁজে!

পূর্ববর্তী নিবন্ধআমার স্বদেশ আমার প্রাণ
পরবর্তী নিবন্ধকাশ বন পূর্বাচল