কাল থেকে ৭৫ বছর পূর্তি উৎসব

হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়

| বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের ঐহিত্যবাহী হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দুইদিনব্যাপী উৎসব আগামী ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উৎসবে প্রাক্তন ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। থাকবে দুইদিনব্যাপী নানা আয়োজন। গতকাল বুধবার ব্‌িকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলি) উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানের প্রথমদিন ১৭ মার্চ সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হবে। র‌্যালি উদ্বোধন করবেন সাবেক চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানের উদ্বোধক থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। দ্বিতীয় দিন অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি প্রধান অতিথি থাকবেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আকতার প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করবেন। দুইদিনের কর্মসূচিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইব্রাহিম খলিল সভাপতিত্ব করবেন। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহজাদা আলম, মোহাম্মদ আবু মোরশেদ, রোকন উদ্দিন মাহমুদ, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ হোসাইন, মো.আজম উদ্দিন, মো. নূর উদ্দিন, দিদার হোসেন, আলী নেওয়াজ, নিজাম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের স্থাপত্য বিভাগের ম্যাটেরিয়াল অ্যান্ড ফেব্রিকেশন ল্যাব উদ্বোধন
পরবর্তী নিবন্ধশিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে এম মনজুর আলমের মতবিনিময়