কালো কাপড়ে ঢেকে দেয়া হল চবি রেজিস্ট্রারের নামফলক

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবির অংশ হিসেবে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসানের নামফলক। গতকাল বুধবার আন্দোলনের অংশ হিসেবে এ কাজ করেন চবির কর্মকর্তারা। এসময় তারা দুপুরে মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নেন। পরে রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থাকা নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দেন তারা।

চবি অফিসার সমিতির সভাপতি রাশেদুল হায়দার জাবেদ বলেন, পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে কঠোর কর্মসূচির অংশ হিসেবে আমরা রেজিস্ট্রারের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। একই সঙ্গে আমরা মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নিয়েছি। পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। প্রতিদিন নতুন নতুন কর্মসূচি আসবে। এ ব্যাপারে জানতে চাইলে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানা যায়, এর আগে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে গত ১ জানুয়ারি থেকে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। আন্দোলনের মুখে ২ জানুয়ারি চার দিনের ছুটিতে যান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান। পরে চবির এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরীকে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পালন করতে দেওয়া হয়। এদিকে চার দিনের ছুটি শেষ হলেও প্রফেসর মনিরুল হাসান রেজিস্ট্রার পদে আর যোগদান করেননি। পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব থেকে প্রফেসর এস এম মনিরুল হাসান পদত্যাগ করেন।

পূর্ববর্তী নিবন্ধইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে সৌদি বিনিয়োগের আহ্বান
পরবর্তী নিবন্ধশেষ মুহূর্তের আলোচনায় ইঞ্জিনিয়ার মোশাররফসহ তিনজন