ঘন কুয়াশার চাদরে ঢাকা ইটপাথরের শহর
ভোরের নরম রোদের প্রলেপ
একটু একটু করে বিলোচ্ছে উষ্ণতা
উত্তুরে হাওয়া কাপন ধরায় শীর্ণকায় বৃক্ষে।
নাইট ক্লাবে উদোম নাচের আসরে মত্ত কালোবাজারী
ফুটপাতে ধুম লেগেছে শীত নিবারনে উনুন উৎসবে
দিকে দিকে চারিদিকে হিম হিম শীতলতা
অধঃপতন রাজনীতি, সংস্কৃতি ও অর্থনীতিতে।
এতোসব গ্যাঞ্জাম নেই সেই চিরায়ত গ্রাম বাংলায়
ধুমছে চলছে পিঠা উৎসব ঠাণ্ডা হাওয়ায়
স্বাদ নিচ্ছে তারা নানাভাবে ভাপা পিঠা আর খেজুর রসের
আর চলছে জারি সারি কীর্তণ-মারফতি গানের আসর।
কনকনে শীত উপেক্ষা করে কৃষক চলেছে মেঠো পথ ধরে
কিষানীর উষ্ণতার চেয়ে মাঠের উর্বরতাই বড়
তরে তরে ফসল উঠাবে উঠানে কৃষক
বেঁচে থাকবে জাতি, বেঁচে যাবে মানুষ।
নাইট ক্লাবের একজন কালোবাজারীর চেয়ে
শীতার্ত মাঠের একজন কৃষকই শ্রেষ্ঠ মানুষ
কারণ কালো বাজারীরা মানুষ মারে
আর কৃষকেরা মানুষ বাঁচায়।