বড়, ছোট হয়ে যাচ্ছি দিন দিন ঘরে-বাইরে
স্তব্ধতা- আমার দিকে তাকাও ,
মহাবিশ্ব অন্ধকার কায়া
নিঃসীমে কী-রকম বিযুক্ত আছি দেখো।
বালক বয়সে সূর্য-সাথী হাতে নাটাই
উড়ে বেড়াতাম সারা দিনমান ,
সন্ধ্যাকাশে অত্যুজ্জ্বল তারা
নির্দেশিকা আঙুলে এসে ঝিকমিক করতো খেলা ,
একরোখা হাসিতে পাগল ‘আমার চাঁদ’ বুকে
ঘুমোতাম নিশি জাগা রাত।
বুদ্ধি হতে হতে বুঝলাম এরা সবাই সার্বজনীন।
সুন্দরের আনাগোনা শুরু হলে লিখতে বসেছি
যে প্রেম ফোটায় গোলাপ,
তাহলে কে আমার
আমি কার সঘন ভালবাসা ঠোঁটে !