কাপ্তাই হ্রদের চরে আটকে পড়া চট্টগ্রাম কলেজের ১৭৫ শিক্ষার্থীকে উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে আটকে পড়া ১৭৫ শিক্ষার্থীকে উদ্ধার করলো রাঙামাটি জেলা পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শুভলং এলাকার পরে কাপ্তাই হ্রদের চরে তাদের বহনকারী লঞ্চটি আটকে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও লঞ্চটি সরানো যায়নি। পরে সন্ধ্যায় পুলিশের ৯৯৯এ কল করলে জেলা পুলিশ একটি লঞ্চ নিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে আনে।

এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম, রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: অরিফুল আমিন ও নৌ পুলিশ এর একটি টিম।

জানা গেছে, পুলিশের জরুরি নাম্বার ৯৯৯ এর মাধ্যমে ঘটনা জানতে পেরে জেলা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে। রাত সাড়ে ৮ টার দিকে জেলা শহরের উন্নয়ন বোর্ডঘাটে লঞ্চটি আনা হয়। শিক্ষাসফরে আসা সবাই চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। এই শিক্ষাসফরে কলেজের স্নাতক (সম্মান) ও মাস্টার্সের পাঁচটি ব্যাচের ১৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু তাহের ভূইয়া বলেন, শনিবার বিকেলে কাপ্তাই হ্রদের মধ্যে চর এলাকায় আমাদের যাত্রীবাহী লঞ্চটি আটকে যায়। লঞ্চ চালকরা দীর্ঘ সময় চেষ্টা করেও লঞ্চটি সরাতে পারেনি। দীর্ঘক্ষণ সময়ক্ষেপণের কারণে সন্ধ্যা হয়ে যায়। আমরা তখন শিক্ষার্থীদের নিয়ে কিছুটা আতঙ্কে পড়ি।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম বলেন, চট্টগ্রাম কলেজ থেকে শিক্ষাসফরে আসা একটি লঞ্চ কাপ্তাই হ্রদের ইয়ারিং এলাকায় চরের মধ্যে আটকে যায়। পরে ৯৯৯এ কল দেওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে আমরা জরুরিভাবে তাদের উদ্ধার করে নিয়ে আসি। আমাদের এ কাজে নৌপুলিশের সদস্যরাও সহায়তা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী বাজারে রাতে আগুন
পরবর্তী নিবন্ধসময় অনেক বেড়েছে, সাথে ব্যয়ও