কাপ্তাই আনন্দমেলা খেলার মাঠে গোলবার স্থাপন

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

কাপ্তাই নতুন বাজার সংলগ্ন আনন্দমেলা খেলার মাঠে ফুটবল খেলার সুবিধার্থে ২টি গোলবার স্থাপন করা হয়েছে। গতকাল ১৮ এপ্রিল অটল ছাপ্পান্ন কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল নূর উল্লাহ জুয়েল পিএসসি নতুন স্থাপনকৃত গোলবার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের উপঅধিনায়ক মেজর ফয়েজ আহমদ পিএসসি। গোলবার উদ্বোধন করে কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল নূর উল্লাহ জুয়েল বলেন, ফুটবলসহ যে কোন খেলাধুলার উন্নয়নে কাপ্তাই জোন সবসময় পাশে থাকবে। এই আনন্দমেলা মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলে তিনি নিজেও খেলায় অংশ নেবেন বলে জানান। এখন থেকে আনন্দমেলা মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। কাপ্তাই মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. নবী হোসেন বলেন গত ৯ মার্চ কাপ্তাই নতুন বাজার আনন্দমেলা মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলের অনুরোধে কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল নূর উল্লাহ জুয়েল এই মাঠে দুটি গোলবার স্থাপন করার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী কাপ্তাই জোনের পক্ষ থেকে গতকাল ২টি গোলবার তৈরি করে এনে আনন্দমেলা মাঠে স্থাপন করা হয়। ২টি গোলবারের সাথে ২টি নেটও প্রদান করা হয়। গোলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মো. করিম উদ্দিন, সমিতির সিনিয়র সহসভাপতি মো. মহিউদ্দিন সহ সম্পাদক সাদ্দাম হোসেন এবং রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বেলখাইন ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের ঢাকা যাত্রা