কাপ্তাইয়ে ৩১ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযান

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৬:৪৭ অপরাহ্ণ

যৌথ বাহিনীর অভিযানে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা থেকে ৩১ মামলার একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামির নাম জীবন্ত তঞ্চঙ্গ্যা (৩৫)। তিনি একই এলাকার জয় কুমার তঞ্চঙ্গ্যার ছেলে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ৩১ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন।

আসামী জীবন্ত তঞ্চঙ্গ্যাকে আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) রাঙামাটি কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

চন্দ্রঘোনা থানা সূত্রে জানা গেছে, ধৃত আসামি জীবন্ত তঞ্চঙ্গ্যা ১৫টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

এছাড়াও তার নামে ১৬টি বন মামলা রয়েছে। প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। তাকে ধরার জন্য পুলিশ বিভিন্ন স্থানে বারবার অভিযান পরিচালনা করে কিন্তু জীবন্ত তঞ্চঙ্গ্যা এতদিন গা ঢাকা দিয়ে ছিলেন।

সর্বশেষ গত ১৬ অক্টোবর কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এবং চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেথোয়াই মারমা সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করেন যে হত্যা মামলায় জীবন্ত তঞ্চঙ্গ্যাও আসামি বলে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান।

পূর্ববর্তী নিবন্ধস্থপতিদের নিয়ে আকিজ সিরামিক্সের ‘আর্কিটেক্টস নাইট’
পরবর্তী নিবন্ধএম এ মান্নান ফ্লাইওভারে ফাটলের কারণ ‘ভারী গাড়ি’