কাপ্তাইয়ে ২৫০ঘনফুট কাঠ উদ্ধার

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে ৪১ বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে সম্প্রতি ২৫০ ঘনফুন সেগুনসহ অন্যান্য মূল্যবান কাঠ উদ্ধার করেছে। উদ্ধার কাঠের আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
স্থাণীয় সূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলার ওয়াগ্‌গা মৌজার বড় পাগলীপাড়াস্থ পাহাড়ী এলাকায় পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সেগুন ও অন্যান্য মূল্যবান কাঠ রাখা হয়েছে। গোপন সুত্রে এমন খবর পেয়ে ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকারী দল পাচারের অপেক্ষায় রাখা ১৫০ লগ (২৫০ ঘনফুট) সেগুন, গামারীসহ অন্যান্য কাঠ জব্দ করে। পরে জব্দকৃত কাঠগুলো নিয়ম অনুযায়ী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
৪১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ বড়পাগলীপাড়া এলাকা থেকে কাঠ জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকাল রাজাপুকুর লেইনে মনসা পুঁথি পাঠ
পরবর্তী নিবন্ধমালিককে বেঁধে ডেকোরেশনের মালামাল ও গরু নিয়ে গেল দুর্বৃত্তরা