কাপ্তাইয়ের নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা সদরে অবস্থিত বরইছড়ি কর্ণফুলী নরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে এবং শিক্ষক রাজেশ ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার নাদির আহমেদ এবং কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দীন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ, ওয়াগ্‌গা ইউপি চেয়ারম্যান জিরনজিত তনচংগ্যা, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী এবং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে ঝুলন দত্তের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমান্দালে-যেখানে বজ্রপাতের মত ভোর হয়
পরবর্তী নিবন্ধবিএনপি মহানগর সাংগঠনিক পুনর্গঠন টিমের মতবিনিময়