কাপাসগোলা শুলকবহরে ২১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

মাটির নীচে গ্যাস লাইন লিকেজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

মাটির নীচে গ্যাসের পাইপ লাইনের লিকেজের কারণে নগরীর কাপাসগোলা, শুলকবহর ও চকবাজারের কিছু অংশে ২১ ঘণ্টার মতো গ্যাস সরবরাহ বন্ধ ছিল। কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়া গ্যাস সংযোগ বন্ধ থাকায় এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়।

স্থানীয় এলাকাবাসী বোরহান উদ্দিন এবং রবিউল হোসেন ফোন করে আজাদীকে জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে গতকাল বুধবার রাত ১০টা পর্যন্ত এই এলাকায় গ্যাস ছিল না। সাড়ে ১০টার দিকে কিছুক্ষণের জন্য গ্যাস আসলেও আবার চলে যায় বলে জানান তারা।

এ ব্যাপারে ৭ম পৃষ্ঠার ৮ম কলাম

কেজিডিএসএলের ডিজিএম আহসান হাবীব জানিয়েছেন, কাপাসগোলা কলেজের ১০ ফুট মাটির নীচে পাইপ লাইনে লিকেজ খুঁজে না পাওয়ায় মেরামত সম্ভব হয়নি। তবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। উল্লেখ্য গত মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে গতকাল রাত পর্যন্ত কাপাসগোলা, শুলকবহর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধআপিলে কমল ৫০ থেকে ৭০ শতাংশ হোল্ডিং ট্যাক্স
পরবর্তী নিবন্ধচবির হলুদ দলে বিভাজন, দুই প্যানেলে প্রার্থী ঘোষণা