কাজীর দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

| মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

চসিক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেছেন, শহীদ মিনার হল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভ। বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন। তাদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্যই যারা শহীদ মিনার নির্মাণ করেছেন তাদের সাধুবাদ জানাই। গতকাল রোববার নগরীর কাজীর দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন কালে তিনি একথা বলেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন-স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আহিল সিরাজ, প্রধান শিক্ষক তপতী চক্রবর্তী, সহসভাপতি নুর বেগম সদস্য ফরিদা রহমান, রফিকুল আলম, মোহাম্মদ মঈনউদ্দীন, সেকান্দর কবির ও আবদুল জলিল প্রমুখ।

ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, করোনা পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি ও জীবাণুনাশক ব্যবহার করে করোনা মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের দীর্ঘ অনুপস্থিতির কারণে তাদের মানসিক বিকাশের জন্য বিনোদনের মাধ্যমে এবং সহযোগিতা মূলক পদ্ধতিতে পাঠদানের ব্যবস্থা নেয়ার অভিমত ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধআগামীকাল ডিসি হিলে কবি নজরুলের ১২৩তম জন্মজয়ন্তী
পরবর্তী নিবন্ধ১ লক্ষ টাকা ডাউনপেমেন্টে সিএনজি অটোরিকশা পাবে চালক ও কোম্পানি