কলেজের নাম থেকে ‘বিশ্ববিদ্যালয়’ সরানোর নির্দেশ

| শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ থাকলে তা ১৫ দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক আদেশে নিজেদের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠাগুলোকে এই নির্দেশনা দিয়েছে। আদেশে অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটকে নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ জুড়ে দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। খবর বিডিনিউজের।
নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি সাইনবোর্ড, ব্যানার, প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ ব্যবহার করা হচ্ছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশনের পরিপন্থি। প্রতিষ্ঠানের সাইনবোর্ড, প্যাড ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি বাদ দিয়ে তা জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানাতেও বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধসবুজ পাহাড়ে নিত্যনতুন বসতি
পরবর্তী নিবন্ধসমুদ্রসীমা : জাতিসংঘে ভারতের আপত্তিতে বাংলাদেশের জবাব