কলেজছাত্রীকে চিরকুট, বাস হেলপার গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে এক কলেজ ছাত্রীকে চিরকুট দেওয়ার অভিযোগে আরাফাত (২৯) নামে এক বাস হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে প্রবর্তক স্কুল এন্ড কলেজের সামনে থেকে ওই ছাত্রীর সহপাঠীদের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুর রহমান বলেন, বাসে কলেজ ছাত্রীকে হয়রানির ঘটনায় এক বাস হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। জানা গেছে, প্রবর্তক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী ৩ নম্বর রুটের হিউম্যান হলার করে কলেজে আসা যাওয়া করতো। বুধবার বাস থেকে প্রবর্তক মোড়ে ভাড়ার বাড়তি টাকা ফেরত নেওয়ার সময় ওই শিক্ষার্থীর হাতে চিরকুট গুজে দেয় বাসের হেলপার। বিষয়টি ওই শিক্ষার্থী তার সহপাঠীদের জানায়। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে সহপাঠীদের সহযোগিতায় ফোন দিয়ে কৌশলে ওই বাস হেলপারকে প্রবর্তক স্কুল এন্ড কলেজের সামনে ডেকে আনে। এর পর ওই বাস হেলপারকে পুলিশে দেয় সহপাঠীরা।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরের মেয়র জাহাঙ্গীর বরখাস্ত
পরবর্তী নিবন্ধ‘ত্রুটি’ দেখিয়ে পদোন্নতি বোর্ড থেকে ডিনের পদত্যাগ