কর্মগুণে সাধারণ মানুষের মাঝে বেঁচে থাকবেন ওয়াহিদুল আলম

স্মরণসভায় বক্তারা

| শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৭:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সৈয়দ ওয়াহিদুল আলম ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক অনুপ্রাণিত নেতা। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামে বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনীতির মাধ্যমে তিনি সাধারণ মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। কর্মগুণে সাধারণ মানুষের মাঝে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। তিনি পরিচ্ছন্ন একজন নেতা হিসেবে দেশের জন্য কাজ করেছেন। বর্তমান রাজনৈতিক সংকটকালে সৈয়দ ওয়াহিদুল আলমের মত সংগ্রামী নেতার প্রয়োজন ছিল। আজ তার অনুপস্থিতি আমাদের মাঝে একটি শূন্যতা সৃষ্টি করেছে। দেশ ও দলের জন্য তার অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে। তিনি গতকাল বৃহস্পতিবার লালিয়ার হাটস্থ জামে মসজিদে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল ও স্মরণ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এর আগে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের কবর জেয়ারত করেন নেতৃবৃন্দ।
এসময় মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সৈয়দ ওয়াহিদুল আলম একজন নির্লোভ, নিরহঙ্কারী ও চট্টগ্রাম দরদি মানুষ ছিলেন। তিনি চট্টগ্রামের উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, সৈয়দ ওয়াহিদুল আলম ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, চাকসু ভিপি মো. নাজিম উদ্দীন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, কাজী বেলাল উদ্দিন, ইস্কান্দার মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, এস এম আবুল ফয়েজ, মো. কামরুল ইসলাম, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব সোলায়মান মনজু, মহানগর বিএনপি নেতা জি এম আইয়ুব খান, আবদুল হালিম স্বপন, সৈয়দ জাকারিয়া সেলিম প্রমুখ।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল : মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ সৈয়দ ওয়াহিদুল সালামের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় লালদীঘির পাড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি আবুল হোসাইন সিকদার। সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি অ্যাড. আবু তাহের। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক অ্যাড. মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. মোহাম্মদ আব্দুল মান্নান, উত্তর জেলা বিএনপির অ্যাড. খায়রুল ইসলাম বেলাল, কবি ও ছড়াকার অভিলাষ মাহমুদ প্রমুখ।
চাকসু ভিপি নাজিম উদ্দিন : জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার হাটহাজারীর লালিয়ারহাট মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভূঁইয়া, হাটহাজারী বিএনপির সদস্য সচিব সোলায়মান মনজু, চিকনদন্ডী বিএনপির সভাপতি সৈয়দ মহসীন, উপজেলা বিএনপি নেতা নাজিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
হাটহাজারী ১৫ ইউনিয়ন ও পৌরসভা বিএনপি : সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার হাটহাজারীর ১৫টি ইউনিয়ন, হাটহাজারী পৌরসভা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ২টি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সকালে লালিয়ারহাট এলাকায় মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। গুমানমর্দ্দন ইউনিয়নে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক মো. মোরশেদ, বিএনপি নেতা নূর মোহাম্মদ, মোহাম্মদ আলী, মো. সবুরসহ নেতাকর্মীরা। উত্তর মাদার্শা ইউনিয়নে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক একরাম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ইয়াহিয়া জিয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মুরাদ, যুবনেতা এমজি কিবরিয়াসহ নেতাকর্মীরা। বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূর হোসেন মেম্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সহ-সভাপতি উদ্দিন চৌধুরী, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াসিম রেজা, বিএনপি নেতা মুছা আনসারী, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন মজনু, সাবেক সহ-সভাপতি হাজী মো. বশিরসহ নেতাকর্মীরা। মির্জাপুর ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোস্তফা আলম মাসুম, উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. মোমেন, ছাত্রদল নেতা আবদুল হাকিমসহ নেতাকর্মীরা। ছিপাতলী ইউনিয়নে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল মান্নান সওদাগর, সহ-সভাপতি মো. কামাল, আবুল হোসেন মেম্বার, মো. কামাল মেম্বারসহ নেতাকর্মীরা। ফরহাদাবাদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা বিএনপি নেতা হাকিম উদ্দিন, সৈয়দ ফারুক সহ নেতাকর্মীরা। দক্ষিণ মাদার্শায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাটহাজারী বিএনপির সদস্য আবুল হোসেন চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান বাদশা, সহ-সভাপতি শাহ আলমসহ নেতাকর্মীরা। ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী ইউসুফ, সিনিয়র সভাপতি ফজলুল কাদের, আজাদ মাস্টার, মো. দেলোয়ার হোসেনসহ নেতাকর্মীরা। হাটহাজারী পৌরসভার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মঈন উদ্দিন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, যুবদল নেতা শাহেদুল আজম শাহেদসহ নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুষ্টিকর শিশু খাদ্য বিতরণ
পরবর্তী নিবন্ধ১২২তম জন্মজয়ন্তী জাতীয় নজরুল পরিষদ চট্টগ্রামের আলোচনা সভা