বাঁশখালীতে পুষ্টিকর শিশু খাদ্য বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় দেড়শতাধিক শিশুর মাকে শিশু খাদ্য প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাঁশখালী উপজেলা পরিষদের সামনে করোনাকালীন মানবিক সহায়তা হিসাবে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, বাঁশখালী একাডেমীর পরিচালক কল্যাণ বড়ুয়া, পৌরসভা সভার কাউন্সিলর রোজিনা সুলতানা রোজি, আব্দুল জাব্বার, মিজান বিন তাহের সহ দায়িত্বশীল কর্মকর্তারা। শিশু খাদ্যের প্রতিটি প্যাকেটে ছিল, চিনি গুড়া চাল ৫০০ গ্রাম, ১ কেজি চিনি, সুজি ১ কেজি, পাউডার দুধ ৫০০ গ্রাম, সাগু ৫০০ গ্রাম, বাদাম ২৫০ গ্রাম, মসুর ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তেল ৫০০ গ্রাম, খেজুর।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৫১ হাজার ইয়াবা জব্দ
পরবর্তী নিবন্ধকর্মগুণে সাধারণ মানুষের মাঝে বেঁচে থাকবেন ওয়াহিদুল আলম