কর্ণফুলী মোহনায় জোয়ারের সময় দুই জাহাজের সংঘর্ষ

ছিটকে পড়ে নাবিকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীর মোহনায় জোয়ারের সময় দু’টি জাহাজের সংঘর্ষের ঘটনায় এক নাবিক নিহত হয়েছেন। জাহাজ দুইটির একটি অপরটিকে ধাক্কা দিলে একটি জাহাজের হেড থেকে ছিটকে পড়েন নাবিক আব্দুর রশিদ (৫১)। তিনি এফ বি মাগফেরাত নামের লাইটারেজ জাহাজের হেড অফ সেইলর পদে কর্মরত ছিলেন। গতকাল বিকেল সাড়ে ৪টা নাগাদ পতেঙ্গায় মোহনার কাছে এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, নগরীর ডবলমুরিং ছোটপুল ব্রিকফিল্ড এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আবদুর রশিদ। গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি জাহাজের হেডে কাজ করছিলেন। এই সময় এমভি মাগফেরাত জাহাজের সাথে অপর একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাহাজের হেডে কর্মরত আবদুর রশিদ ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। সহকর্মীরা উদ্ধার করে তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বন্দর থেকে আহত অবস্থায় আব্দুর রশিদকে চমেকে নিয়ে আনা হয় বলে উল্লেখ করে বলেন, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু ঘটে।

পূর্ববর্তী নিবন্ধকাবুলে তালেবান সরকার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা