কর্ণফুলী কোল্ড স্টোরেজ থেকে ১৩শ কেজি ইলিশ জব্দ

দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১১:০২ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট এলাকার কর্ণফুলী কোল্ড স্টোরেজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা মৎস্য দপ্তর। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য অফিস জানিয়েছে, সদরঘাট এলাকার কর্ণফুলী কোল্ড স্টোরেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা হোসাইন। এসময় সাথে ছিলেন জেলা মৎস্য দপ্তরের উপ-সহকারী পরিচালক মাইচুরা ইয়ামিন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, মৎস্য জরিপ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। অভিযানে অরবিট ফিশ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা ও ১৩০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে এফভি নাজমঈন এর প্রতিনিধিকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে আগুনে পুড়ল ১০ দোকান
পরবর্তী নিবন্ধপটিয়ায় ৫ দোকানিকে জরিমানা