কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে বসতঘর ভাঙচুর

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৭ জুলাই, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার বড়উঠানে বন্যহাতির আক্রমণে বসতঘর ভাঙচুর করা হয়েছে। উপজেলার বড়উঠান ইউনিয়নের কাঁঠাল মূড়াস্থ মরহুম হাবিবুর রহমান প্রকাশ জাহেদার বাপের বসতবাড়িতে গত বুধবার রাত আড়াইটায় বন্যহাতি এ আক্রমণ করে। এসময় সাজিয়া বেগমের বসতঘরের পাকা দেয়াল দরজা জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে এ বন্যহাতিটি। পরে অদূরে আরো কয়েকটি বসতঘর ভাঙচুর চালায় বলেও জানা যায়। সাজিয়া বেগম ওই এলাকার নুরুল হকের স্ত্রী।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাজিয়া বেগম জানান, বুধবার রাত আড়াইটার দিকে কেইপিজেড পাহাড় থেকে বিশালাকৃতির একটি হাতি এসে আমার বসতঘরের পাকা দেয়াল ভেঙে দেয়। এসময় হাতিটি ঘরের দরজা জানাল ও খাটসহ আসবাবপত্রও ভেঙে ফেলে। আমি ছেলে মেয়ে নিয়ে কোন রকমে পালিয়ে আমাদের জীবন রক্ষা করি। এখন আতংক ও ভয় কাজ করছে। কখন এসে আমাদেরও মেরে ফেলে। আমি কর্ণফুলী উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানসহ সবার কাছে হাতির আক্রমণ ও ক্ষয়ক্ষতি রোধে সহায়তা কামনা করছি। না হলে এখানে বসবাস করা অনেক কঠিন হয়ে যাবে। জানতে চাইলে কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, হঠাৎ করে আনোয়ারা কর্ণফুলীতে হাতির আক্রমণ বেড়েছে। কোন সময় কোথায় গিয়ে আক্রমণ করে তার কোন ঠিক নেই। গতরাতে বড়উঠান এলাকায় এক মহিলার বসতঘর ভাংচুর করেছে। তারা যদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করেন তা হলে ক্ষতিপূরণ পাবেন। এ জন্য কিছু প্রসিডিউর রয়েছে, তা মেনে আবেদন করতে হবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
পরবর্তী নিবন্ধসাংবাদিকরা হচ্ছেন জাতির অন্যতম স্তম্ভ