কর্ণফুলীতে ছুরিকাঘাতে যুবক খুন

পানি চলাচল নিয়ে বিরোধ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে পানি চলাচল নিয়ে বিরোধের জের ধরে মো. আনোয়ার (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত আনোয়ার উপজেলার জুলধা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আনিচ তালুকদার বাড়ির মৃত কবির আহমদের ছেলে। সে পেশায় একজন গাড়ি চালক। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় তার বাড়ির পাশে পানি চলাচলের বিরোধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী মো. জাহাঙ্গীরের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ৪নং ওয়ার্ডের মেম্বার জাসেদ উদ্দিন পেয়ারু বলেন, বাড়ির পাশে ভিটিতে পানি চলাচলের বিরোধ নিয়ে গতকাল বুধবার বিকেলে প্রতিবেশী জাহাঙ্গীরের সাথে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যা ৭টায় পুনরায় একই বিষয় নিয়ে পুনরায় বাকবিতণ্ডার এক পর্যায় ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আনোয়ারকে আঘাত করে। এতে তার ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধরেললাইনে বসে বাজাচ্ছিলেন গিটার, ট্রেনের ধাক্কায় মৃত্যু
পরবর্তী নিবন্ধকাউন্সিলর জসিম ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা