করোনার টিকা পেতে দেশে এ পর্যন্ত নিবন্ধন ৪১ লাখ ৮ হাজার ১৬৫

| শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

গত ২৭ জানুয়ারি গণহারে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত মোট ৪১ লাখ ৮ হাজার ১৬৫ জন নিবন্ধন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় (ডিজিএইচএস) সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত করোনা টিকা গ্রহণে ৪১ লাখ ৮ হাজার ১৬৫ জন নিবন্ধন করেছেন।

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হওয়ার পর গতকাল ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহীতার সংখ্যা ছিল ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। টিকা প্রাপকদের মধ্যে ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন পুরুষ এবং ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন নারী। খবর বাসসের।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, জনসাধারণের মাঝে ৪০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা করোনার টিকা পাওয়ার জন্য নিবন্ধন করতে পারেন। ডিজিএইচএস জানায়, ঢাকা শহরের ৫০টি হাসপাতাল এবং রাজধানীর বাইরে ১০০৫টি হাসপাতালে সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা প্রদান করা হয়। তবে, স্বাস্থ্য কর্মকর্তারা জানান কিছু হাসপাতাল সারাদিন টিকা দান কর্মসূচি অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধবারবার আমাকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা চলছে : বুবলী
পরবর্তী নিবন্ধসাবেক লায়ন জেলা গভর্নর শাহ্‌ এম হাসানের ইন্তেকাল