যৌবনের যত আনন্দ বেদনা, যত গান, সুর
সবকিছু এক হলে পরে
ধীরে ধীরে তৈরি হয় কবিতার পান্ডুলিপি
দীর্ঘ দিন আর রাত্রির বেড়াজালে হাওয়া বয়-
স্মৃতির ভিতর পোকা হেঁটে যায়
প্রাচীন পুঁথি ঘেঁটে ঘেঁটে সমস্ত সত্তার মিলন হলে
পল্লবিত হয় নব কিশলয়
বর্ণমালার তরঙ্গিত স্রোতস্বিনী কেমন ধেয়ে যায়,
সংসার বিবাগী মানুষ ঘোর সংসারী হয়ে উঠে
ঘোরলাগা স্বপ্নচারী মানুষ হয় দিশেহারা, উদ্বেল।
ছবিয়াল তাঁর স্বপ্ন আঁকে ক্যানভাসে, রঙয়ের খেলা
চলে করোটির কোষে কোষে,
দিনে দিনে যেন তৈরি হয় আর একটি কবিতা,
সেলুলয়েডের ভিতর থাকে কবিতা, ক্যামেরার ফ্রেমে
ধরা পড়ে কবিতার কোন ছন্দ
গীতিকবি কবিতায় বলে যায়, সুরকার সুর তোলে……
দ্রোহ না হলে পরে, দুঃখ যদি না মেলে
ভালোবাসা কিংবা শুধুই বিদ্রূপ কুড়ায় এ হৃদয়
যদি প্রত্যাশার রথে চড়ে স্বপ্নেরা খেলা করে কিংবা
বিষন্ন কোন পথের মোড়ে জীবন থমকে যায়
তাহলে তৈরি হতে থাকে এক একটি পান্ডুলিপি
এক একটি কবিতা………