শিশু কালটা তোমরা আামার
করে দিলে নষ্ট,
কন্যা সন্তান বলেই আমি
ছিলাম অবহেলিত।
লিখতে পড়তে পারিনা আজ
অক্ষর জ্ঞান নেই তো,
সবাই বলে আমি এখন
অশিক্ষিত মূর্খ।
হতাম যদি পুত্র সন্তান
হতোনা অভাব কিছু
মা যে তখন পেত তাঁর সাত রাজার ধন।
মা বলতো মানিক আামার
বড় হয়ে করবে দেশ শাসন
তখন অক্ষর জ্ঞান দিয়ে মা
করতো অনেক যতন।
বেলুন বিক্রি করতে দেখে
বায়না আমি করি,
একটি বেলুন দেয়নি কিনে
কাঁদতে কাঁদতে ফিরি।
আবার যদি শিশু কালটা
পেতাম আমি ফিরে,
স্কুলেতে যেতাম আবার
বই খাতা নিয়ে।
বছর বছর দিতাম পাস
হতাম অনেক বড়,
বড় হয়ে করতাম এবার
অনেক বড় কাজ।
জ্ঞানের আলো জ্বালিয়ে দিতাম
সব শিশুদের মাঝে,
বঞ্চিত আর অবহেলিত
থাকতো না কেউ পাছে।
তখন আমায় বলতো না
কেউ, অক্ষর জ্ঞান,
নেই তো নয় তো এখন
অশিক্ষিত মূর্খ।
মিছে কেনো করে দিলে
জীবন আামার নষ্ট,
কেনো? সমাজ এত নিষ্ঠুর
ঘরে বাইরে কন্যা সন্তানের
এত কষ্ট।