‘কথা না শুনলে’ ফেসবুক বন্ধের হুমকি ভিয়েতনামের

| রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৮:৪৩ পূর্বাহ্ণ

প্ল্যাটফর্মে আরও স্থানীয় রাজনৈতিক কনটেন্ট সেন্সর করতে সরকারি চাপে নতি স্বীকার না করলে ফেইসবুক বন্ধ করার হুমকি দিয়েছে ভিয়েতনাম। এপ্রিল মাসে ভিয়েতনাম সরকারের অনুরোধে স্থানীয় গ্রাহকদের জন্য ‘রাষ্ট্র-বিরোধী’ পোস্ট সেন্সর করা লক্ষ্যণীয় হারে বাড়িয়েছে ফেসবুক। তবে, সমালোচনামূলক পোস্টগুলোতে সীমাবদ্ধতা বাড়ানোর লক্ষ্যে অগাস্টে আবারও ফেসবুকের কাছে ‘অনুরোধ’ পাঠিয়েছে সরকার। খবর বিডিনিউজের।
রয়টার্স জানিয়েছে, সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেছেন,
“আমরা এপ্রিলে একটি চুক্তি করেছি। চুক্তি অনুসারে ফেসবুক নিজেদের অংশটি পূরণ করেছে এবং আমরা আশা করেছি ভিয়েতনাম সরকারও একই কাজ করবে। তারা আমাদের কাছে আবার এসে ভিয়েতনামে কনটেন্টে সীমাবদ্ধতা বাড়ানোর দাবি জানিয়েছেন। আমরা তাদেরকে না বলে দিয়েছি। আমরা যদি তাদের দাবি না মেনে নেই তাহলে কী হবে, এ ধরনের কিছু হুমকি দিয়ে এই অনুরোধ এসেছে। ফেসবুক কর্মকর্তা আরও বলেছেন, ভিয়েতনামে ফেসবুক পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে দেশটির সরকার। ফেসবুকের জন্য বড় একটি বাজার ভিয়েতনাম। সংশ্লিষ্ট দুই সূত্র জানিয়েছেন এই বাজার থেকে ফেইসবুকের আয় আসে প্রায় একশ’ কোটি মার্কিন ডলার। কনটেন্ট নীতিমালা নিয়ে ক্রমেই ফেইসবুকের ওপর বিভিন্ন দেশের সরকারের চাপ বাড়ছে। নতুন নীতিমালা এবং জরিমানার হুমকিও পেয়েছে সামাজিক মাধ্যমটি।ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেসবুকের উচিত স্থানীয় আইন মেনে চলা এবং ‘প্রথাগত ভিয়েতনামি রীতিনীতি এবং রাষ্ট্রের চাহিদা অমান্যকারী তথ্য ছড়ানো বন্ধ করা।’

পূর্ববর্তী নিবন্ধমেসেঞ্জারে গুরুতর ত্রুটি সুযোগ ছিল আড়িপাতার
পরবর্তী নিবন্ধটাকার মান রাখতে ডলার কিনেই চলেছে কেন্দ্রীয় ব্যাংক