কঠোর পরিশ্রম এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজের ক্যারিয়ার গঠন সম্ভব

ওয়েবনিয়ারে অধ্যাপক ড. সেলিম উদ্দিন

| সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

ব্যুরো অফ বিজনেস রিসার্চের উদ্যোগে ‘বিদেশে উচ্চতর পড়াশোনা : মার্কিন দৃষ্টিকোণ’ শীর্ষক এক ওয়েবনিয়ার গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. এস এম সোহরাব উদ্দিনের সঞ্চালনায় ওয়েবনিয়ারে প্রধান অতিথি ছিলেন ম্যাকনিস স্টেট বিশ্ববিদ্যালয়ের (ইউএস) ইকোনমিস্ট এন্ড ফাইনান্স ডিপার্টমেন্টের অধ্যাপক ড. একেএম মতিউর রহমান। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। প্রধান অতিথি ওয়েবনিয়ারে একটি তথ্যবহুল এবং বিস্তারিত গাইডলাইন দিয়ে বলেন, বিদেশে পড়া, চাকরি কিংবা স্থায়ীভাবে বসবাস সবই ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে হয়। ফলে কেউ যদি কঠোর পরিশ্রম এবং নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজের ক্যারিয়ার গঠন করে তাহলে তার সুফল দেশে কিংবা বিদেশে অনিবার্য। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন বলেন, ২০১৯ সালে ৬০ লাখ শিক্ষার্থী বিদেশে পড়ালেখার জন্য গিয়েছেন। তার মধ্যে বাংলাদেশ থেকে ৪৪,৩৩৮ জন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন করেছেন। এর মধ্যে ১৪তম দেশ হিসাবে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৮১২২ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাড. নুরুচ্ছফা তালুকদার ছিলেন নীতিবান ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সভা