কঠিন সময়ে নতুন বাজার খোঁজ করবে হংকংয়ের বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার

হংকংয়ে বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নতুন কমিটি

| মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৪:৪৭ অপরাহ্ণ

হংকং প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নতুন কমিটি গঠিত হয়েছে৷
১১ সদস্যের কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে৷
কমিটির নতুন সভাপতি‌ নির্বাচিত হয়েছেন দেওয়ান সাইফুল আলম মাসুদ৷ সহ-সভাপতি সৈয়দ জামশেদ হাফিজ এবং সৈয়দ মো. মহিউদ্দিন মহি। সাধারণ সম্পাদক রাশেদুল আবেদিন, কোষাধ্যক্ষ শেখ রাজিফ আহমেদ৷
সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার মো. আবু সালেক (পিএচডি), কবির মোহাম্মদ হুমায়ুন, মো. জাফর আলী, হোসাইন মো. মোশাররফ, চৌধুরী মো. মোজাম্মেল হক মিঠু এবং মো. নাহিদুল ইসলাম (আজমল) ।
গত ১৫ জুলাই আয়োজিত এক সভায় নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
চেম্বারের সদ্য বিদায়ী সভাপতি ফজলে আজিম চেম্বারের সাধারণ সদস্যদের সাথে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বিদায়ী কমিটির সদস্যদের অবদানের কথা স্মরণ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, “নতুন নেতৃত্ব এই চেম্বারকে আরও গতিশীল করে তুলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি৷”
চেম্বারের উত্তরোত্তর সফলতা কামনা এবং নতুন কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি৷
নতুন সভাপতি‌ দেওয়ান সাইফুল আলম মাসুদ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে স্বাগত জানান এবং সবাইকে নিয়ে একসাথে কাজ করে চেম্বারের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান এক কঠিন সময় পার করছে৷ চেম্বার এই চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়েবিনার, ওয়ার্কসপ আয়োজন, নতুন বাজার খোঁজ করা এবং হংকং সরকারের বিভিন্ন আর্থিক সহযোগিতা পেতে সহায়তা করবে৷ পাশাপাশি আরও কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।”
সাধারণ সম্পাদক রাশেদুল আবেদিন বলেন, “ব্যবসার সঙ্গে তথ্য ও প্রযুক্তির সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। এ দুইয়ের সঙ্গে ব্যবসায়ীদের সংযোগ স্থাপনে নিবিড়ভাবে কাজ করবে চেম্বার।”

পূর্ববর্তী নিবন্ধইরাকের বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৩৫
পরবর্তী নিবন্ধতিন ফিফটিতে জিম্বাবুয়ের সংগ্রহ ২৯৮