কখনো কখনো ঝড়ের আঘাতে

মিতা দাশ | শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

আমরা সবাই গোছানো জীবন কে গুছিয়ে রাখতেই ভালেবাসি। কিন্তু এই গোছানো জীবন কে তছনছ করতে মাঝে মাঝে কিছু মানুষের আগমন ঘটে। আমাদের সাজানো গুছানো জীবন ও সংসারে এক ঘূর্ণিঝড় বয়ে নিয়ে আসে। আম্ফান, আয়লা, বুলবুলের মতো তান্ডব লীলা চালিয়ে আমাদের সব দিক থেকে ভেঙে চুরমার করে দিয়ে তারপর চলে যায়। তারপর এই এলোমেলো জীবন, তছনছ করে দেওয়া সংসার সবকিছু গোছাতে অনেক সময় লেগে যায় অনেক অনেক দিন। আবার অনেক সময় নষ্ট হয়ে যাওয়া সংসার বা তছনছ হয়ে যাওয়া জীবন আর গুছানো সম্ভব হয়েই ওঠে না। এই সব লোকদের জীবনে আসতে না দেওয়াই উচিত। তবে আমরা কি বুঝতে পারি মানুষের আসল রূপ কোনটা? জীবনে চলার পথে মিশতে গিয়ে ই তাদের পরিচয় আমরা পেয়ে থাকি। আর তখন হয়তো অনেক টাই দেরি হয়ে যায়। আমাদের নিজেদের জীবন নিয়ে আমরা যতই সচেতন থাকি না কেন কিছু কিছু মানুষ এরকম জীবনে ঝড় তুলতে আসবেই। তাই সবসময় সাবধানে থাকতে হবে। এই সব মানুষদের থেকে দূরে থাকা উচিত। আর যে সব মানুষের জন্য জীবনটা তছনছ হয়ে গেছে তাদের আর কখনো বিশ্বাস করা উচিত নয়। কারণ আম্ফান, আইলার মতো ভয়ংকর ঘূর্ণিঝড় হয়ে আবারও সব তছনছ করে দিতে পারে আগের থেকে ও বেশি মারাত্মক ভাবে। লেখক : কবি

পূর্ববর্তী নিবন্ধরেল ভ্রমণের সময় আমরা সতর্ক থাকি ?
পরবর্তী নিবন্ধমোবাইল আর্থিক সেবা শিল্পে কমপ্লায়েন্স নিশ্চিত জরুরি, আপস কাম্য নয়!