কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় জাতীয় কমিশন গঠনের দাবি

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৪:৫৫ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় জাতীয় সুরক্ষা কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে কক্সবাজার নাগরিক ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান। বাংলা একাডেমির সাবেক পরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও নাগরিক ফোরামের আহ্বায়ক আনম হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত গোল টেবিল আলোচনায় অংশ নেন জাতীয় ভাস্কর রাশা, বিমান বাহিনীর (অবঃ) গ্রুপ ক্যাপ্টেন লোকমান ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. যোবায়ের মোহাম্মদ এহেসানুল হক, কমিশনার গোলাম হোসেন, সাংবাদিক নেতা কেএম শহীদুল হক, জনপ্রশাসন পত্রিকার সম্পাদক নঈম মাশরেখী, কবি ইয়াদি মোহাম্মদ, নাগরিক ফোরামের সদস্য সচিব অধ্যাপক আনোয়ারুল হক প্রমুখ।
বক্তারা বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কঙবাজার দেশের অহংকার। এর সুরক্ষা প্রতিটি নাগরিকের যেমন দায়িত্ব, তেমনি সরকারেরও সাংবিধানিক দায়িত্ব রয়েছে। কঙবাজার সৈকতে বঙ্গবন্ধুর সৃজিত ঝাউগাছ কোনভাবেই নষ্ট করা যাবেনা। সমুদ্র পাড়ের জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় সুরক্ষা কমিশন গঠন করতে হবে। সম্প্রতি ইনানীতে সৈকত দখল করে অপরিকল্পিত বাঁধ নির্মাণের তীব্র বিরোধিতা করে অবিলম্বে এ বাঁধ নির্মাণ কাজ বন্ধ রাখার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করল চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধযাত্রীর লাখ টাকাসহস্বর্ণালংকার ফিরিয়ে দিল আরএনবি