যাত্রীর লাখ টাকাসহস্বর্ণালংকার ফিরিয়ে দিল আরএনবি

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৪:৫৫ পূর্বাহ্ণ

ট্রেনে পাওয়া এক লাখ টাকা, স্বর্ণের আংটি ও ব্রেসলেট যাত্রীর কাছে ফেরত দিয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে যাত্রী ফজলুর রহমানের হাতে তার হারিয়ে ফেলা ব্যাগটি হস্তান্তর করেন আরএনবির প্রধান পরিদর্শক সাইদুর রহমান। তিনি বলেন, যাত্রীর বর্ণনা অনুযায়ী তার ব্যাগে এক লাখ টাকা, স্বর্ণের আংটি ও ব্রেসলেট ছিল। অক্ষত অবস্থায় ব্যাগটা তাকে বুঝিয়ে দিতে পেরে আমাদের ভালো লাগছে। জানা গেছে, গত শুক্রবার ঢাকাগামী জামালপুর এঙপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন ফজলুর রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তান। বিমানবন্দর স্টেশনে ফজলুর রহমান একটি ব্যাগ ট্রেনে রেখেই নেমে যান। বিষয়টি তিনি আরএনবির দায়িত্বরত কর্মকর্তা আশরাফ লস্করকে জানালে ট্রেনে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। পরে আরএনবির প্রধান পরিদর্শক সাইদুর রহমান ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সমুদ্র সৈকত রক্ষায় জাতীয় কমিশন গঠনের দাবি
পরবর্তী নিবন্ধ‘মুক্তিযোদ্ধাদের কাউকেই তালিকা থেকে বাদ দেয়া হয়নি’