কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৬ ফেব্রুয়ারি

দুই প্যানেলে ৩৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, আজ বাছাই

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতির ১৭টি পদের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত দিনে গতকাল বুধবার সরকারপন্থী ও সরকারবিরোধী দুই প্যানেলের ৩৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২০ ফেব্রুয়ারি। গঠনতন্ত্র অনুসারে এর আগের দিন ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়ন দাখিলকারী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. তারেক, সিনিয়র সহ সভাপতি এডভোকেট মো. জাকারিয়া-১।
অপরদিকে ইসলামী ও জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি পদে মোহাম্মদ আমির হোছাইন-২, সাধারণ সম্পাদক পদে এডভোকেট তওহীদুল আনোয়ার, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ আবু তাহের-২। সমিতির নির্বাচনে আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুটি কেন্দ্রে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৮১০ জন। তারমধ্যে, কঙবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৬৮৩ জন এবং চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৫৯ জন। নির্বাচনে সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ বাকের প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও এডভোকেট নুর উল আলমকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার। এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ, এডভোকেট নুর আহমদ-২ এবং এডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিতদের দায়িত্বভার গ্রহণ
পরবর্তী নিবন্ধআল্লাহ ভীতি ও রাসূলের (সা.) প্রেম অন্তরে ধারণ করতে হবে