কক্সবাজারে বিদেশি সিগারেটসহ চোরাকারবারী আটক

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজারে ৫০ হাজার পিস আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট নিয়ে মোহাম্মদ ইসমাঈল নামে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। গত শনিবার ভোর সাড়ে ৫টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইসমাঈল লোহাগাড়া আছমত আলী মুন্সি পাড়ার মৃত আলতাফ হোসেনের পুত্র। র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, র‌্যাব১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কক্সবাজার সদরের সরকারি কলেজ গেইট সংলগ্ন নিজামের ৪ তলা বিশিষ্ট ভবনের নিচতলায় কতিপয় চোরাকারবারী বিপুল পরিমাণ বিদেশি সিগারেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে একজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তির রুমে পার্শ্ববর্তী দেশ হতে চোরাইপথে নিয়ে আসা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট মজুদ রয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেখানো ও তার নিজ হাতে বের করে দেওয়া সর্বমোট ৫০ হাজার শলাকা নেনো ওরিস সিলভার সিগারেট জব্দ করা হয়। আটক ইসমাঈল দীর্ঘদিন যাবৎ বিদেশি সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ পথে আনায়ন করে নিজের হেফাজতে মজুদ করে মর্মে স্বীকার করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ উৎপাদন করছে কেবল একটি ইউনিট
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ১৬০ লিটার চোলাই মদ জব্দ, আটক ৪