কক্সবাজারে পাঁচ ইউনিয়নে মনোনয়নপত্র জমা

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ৯:২৭ অপরাহ্ণ

দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় কক্সবাজারের তিন উপজেলার ২১ ইউপি নির্বাচনে আগ্রহী প্রার্থীরা আজ রবিবার (১৭ অক্টোবর) শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৬ জন সাধারণ সদস্য পদে ২২৬ জন।

তিন উপজেলার মধ্যে কক্সবাজার সদরের পাঁচ ইউনিয়ন, রামুর ১১ ইউনিয়ন ও উখিয়ার পাঁচ ইউনিয়ন রয়েছে।

আগামী ২১ অক্টোবর প্রার্থীদের বাছাই এবং ২৮ অক্টোবর বাছাইকৃত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। এসব ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ করা হবে।

মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে আজ রবিবার দুপুর থেকেই প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। চেয়ারম্যান প্রার্থীদের অধিকাংশই বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের বহর নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩০ জন যার মধ্যে ঝিলংজায় ছয়জন, পিএমখালীতে সাতজন, খুরুশ্কুলে চারজন, চৌফলদণ্ডীতে সাতজন ও ভারুয়াখালীতে ছয়জন।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৬ জন এবং সাধারণ সদস্য পদে ২২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রাথমিক সমাপনী এবারও নয়