কক্সবাজারে নবান্ন উৎসব

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

‘ধান্যের ঘ্রাণে ভরা অঘ্রানে শুভ নবান্ন আজ, পাড়ায় পাড়ায় উঠে উৎসব, বন্ধ মাঠের কাজ’ স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে ‘নবান্ন উৎসব-১৪২৯’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক নজিবুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র, শ্রুতি আবৃত্তি অঙ্গন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ঝিনুকমালা খেলাঘর, সিমুনিয়া খেলাঘর, আনন্দময় খেলাঘর ও সাগরিকা খেলাঘর আসর। উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠারও সমাহার ঘটানো হয়।

পূর্ববর্তী নিবন্ধমেগা প্রকল্পে উচ্চ মানের নির্মাণসামগ্রী ব্যবহারের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
পরবর্তী নিবন্ধমহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি, সাধারণ সম্পাদক শিলা