কক্সবাজারে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

| বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

কর্মহীন যুবক, নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে স্কিলস্‌ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের সোশ্যাল মার্কেটিং কার্যক্রমের অংশ হিসেবে গতকাল কঙবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসইআইপি প্রকল্পের দক্ষতা প্রশিক্ষণের বিষয়, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, প্রশিক্ষণের ক্ষেত্র, প্রশিক্ষণের সুবিধাদি, প্রশিক্ষণ সম্পন্নকারীদের চাকুরিপ্রাপ্তিতে সহযোগিতাসহ প্রশিক্ষণে অগ্রাধিকার প্রদানের বিষয়গুলো সম্পর্কে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করতে এই কর্মশালা আয়োজন করা হয়। কঙবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইআইপি প্রকল্পের উপ-নির্বাহী প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড. মো. সানোয়ার জাহান ভূইয়া। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইআইপি প্রকল্পের জেন্ডার অ্যান্ড সোস্যাল ডেভলেপমেন্ট স্পেশালিস্ট মাহবুবা ফারজানা (যুগ্ম সচিব) ও কোর্স স্পেশালিস্ট মো. মহিউজ্জামান। কর্মশালায় সোশ্যাল মার্কেটিং কার্যক্রমের সার্বিক দিক নিয়ে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন বর্ণমালা কমিউনিকেশনস লিমিটেডের সোস্যাল ডেভলেপমেন্ট স্পেশালিস্ট জিল্লুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সানোয়ার জাহান ভূইয়া প্রকল্পের উদ্দেশ্যসহ দক্ষ মানব সম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরেন। এছাড়াও, কর্মহীন যুবক, নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে তিনি অংশগ্রহণকারীদের যার যার অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধিমূলক কাজ করে যাওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবা ফারজানা বলেন, উপার্জনমূলক কাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে না। সভাপতির বক্তব্যে কঙবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার মাধ্যমে তাদেরকে সম্মানজনক পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ তৈরি করতে সরকার সারাদেশে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কর্মশালায় কঙবাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী, কর্মহীন যুবক, ধর্মীয় নেতা এবং গণমাধ্যমকর্মীসহ মোট ৪১ জন প্রতিনিধি অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষ ও মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব
পরবর্তী নিবন্ধবেশি দামে চার্জার ফ্যান বিক্রি, জরিমানা