বেশি দামে চার্জার ফ্যান বিক্রি, জরিমানা

জিইসি জামান হোটেলকেও লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৫:১৮ পূর্বাহ্ণ

একটি চার্জার ফ্যানের মোড়কে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) দাম লেখা আছে তিন হাজার ৮৪০ টাকা। কিন্তু বিক্রি করা হচ্ছে চার হাজার ৩৯০ টাকায়! গতকাল সকালে নগরের জিইসি মোড়ে ওয়ালটনের ডিলারের শো রুমে অভিযানে গিয়ে এ চিত্র দেখতে পায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি টিম। অতিরিক্ত মূল্য আদায়ের মাধ্যমে ভোক্তা ঠাকানোর অপরাধে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহারের দায়ে জিইসি মোড়ের জামান হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ দৈনিক আজাদীকে বলেন, লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। এই সুযোগে গায়ের রেইটের চেয়ে বেশি মূল্য নেয়ায় ওয়ালটনের ডিলারকে জরিমানা করা হয়। জামান হোটেলে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহারের বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধবিএনপির নাই নাই আহাজারিতে দেশবাসীর কোনো ক্ষতি নেই