কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় সাত রোহিঙ্গার যাবজ্জীবন

টেকনাফ প্রতিনিধি | সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজারে টেকনাফে ২ লক্ষ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় ৭ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ৩ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালত এ রায় দিয়েছেন।

কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সাজা পাওয়া আসামিরা হলেনএম বেলাল হোসেন, ইয়ার মোহাম্মদ, জয়নাল হোসেন, জাকির হোসেন, মঞ্জুর আলম, আব্দুর রহমান ও মো. জাকির হোসেন। তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের সিটওয়ে (আকিয়াব) জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পিপি ফরিদুল আলম বলেন, ২০২০ সালের পহেলা ডিসেম্বর মধ্যরাতে বঙ্গোপসাগরে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলবর্তী গভীর সাগরে মাদকের বড় একটি চালান আসে। খবর পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড। ট্রলার থামিয়ে সাতজনকে আটক করা হয়। এ সময় ট্রলারে তল্লাশি করে দুই লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় পরদিন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্য এমএ ইসলাম বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। পরে গত ২০২১ সালের ২৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর গত বছর ২৫ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। পিপি ফরিদুল আরো জানান, রায় ঘোষণাকালে মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ৮ মাসে হাফেজ ১০ বছরের তাহাজিদ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অস্ত্র ও ১০টি ল্যাপটপসহ চোর চক্রের ৩ সদস্য আটক