ওয়ারিশ সনদ প্রদান না করায় সলিমপুর ইউপি চেয়ারম্যানকে শোকজ আদালতের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:২৫ পূর্বাহ্ণ

ওয়ারিশ সনদ প্রদান না করায় সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শোকজ করেছেন আদালত। তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তৎমর্মে আদালতে সশরীরে এসে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মো. মুজাহিদুর রহমান এ আদেশ জারি করেন।

আদালতের বেঞ্চ সহকারি রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৪ সালে দায়ের হওয়া প্রিমিয়ার ব্যাংকের ৩ কোটি টাকার একটি অর্থঋণ মামলার ৩ নম্বর বিবাদী মারা গেছেন। এ অবস্থায় ওয়ারিশদের পক্ষ করার জন্য তার ওয়ারিশ সনদ প্রয়োজন হয়। এ জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে ওয়ারিশ সনদ তলব করা হয় এবং গত বছরের ২ নভেম্বর আদেশের কপি প্রেরণ করা হয়। কিন্তু আজ পর্যন্ত তিনি আদালতের নির্দেশ পালন করেন নি। যার কারণে আদালত তাকে শোকজ করেছেন। আগামী ১৪ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলেও বেঞ্চ সহকারি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে বুস্টার ডোজ সপ্তাহ
পরবর্তী নিবন্ধচবিতে অংশ নেবে ২৪ হাজার ৫৮৯ পরীক্ষার্থী